শীতকাল মানেই হল —
চেনা সেই কনকনে হাওয়া।
নানা ফুলের সেই চেনা বাহার।
পিঠে পুলি, পাটিসাপটা,
খেঁজুর রসের সেই চেনা গন্ধ।
ভোরের আকাশের বুকে
আচ্ছন্ন থাকা সেই কুয়াশা।
প্রকৃতির সেই মনোমুগ্ধ শোভা।
শীতের ছুটি মানেই —
সুখের সেই হাতছানি।
চিড়িয়াখানা, ভিক্টোরিয়ায়
ছুটির আমেজ নেওয়া।
পঁচিশে ডিসেম্বরের
সেই বড়দিন — ক্রিসমাস।
বড়দিনের কেক খাওয়া।
সান্তা ক্লজের গিফট দেওয়া।
শীত মানেই একেবারে
আনন্দই আনন্দ।
শীতের মরশুম তাই
আনন্দে জমে ওঠে।।


(১৩/১২/২০২১)
কলকাতা