শীতের শিশির ভেজা সকালে,
কুয়াশা ভরা ভোরে
সূর্য উঠলে
আকাশের রঙিন হওয়া।
গায়ে কম্বল লাগিয়ে
খেঁজুর রসের সন্ধানে
রাস্তায় বেরিয়ে পড়া।
জমে ওঠে শীতের সকাল
খেঁজুর রসের গন্ধ,
শীতের শিশির, শীতের শিউলি,
পিঠে পুলির গন্ধ আছে বলে।
তাই তো আমি ভালবাসি
শীতের সকাল
শিশিরও ভেজা আছে বলে।।


(২০২২)