(বিঃদ্রঃ এই কবিতায় উল্লিখিত দুটি কেস আসলে আমার বানানো গল্প। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত শিশু নির্যাতন সংক্রান্ত কিছু প্রতিবেদনের উপর ভিত্তি করেই এই দুটো কেস-কে আমি কাল্পনিক গল্পের মতো তুলে ধরেছি।)

Case 1
-------
এক বাড়িতে থাকে তিনজন—
মা, বাবা আর একটিমাত্র মেয়ে।

মেয়ে বয়সে ছোট, পড়াশোনায় ভালো।
বাবা বিশেষ কোনো কাজে যুক্ত নন।

মা কাজ করেন, তাই
বেশিরভাগ সময়ে বাইরেই থাকেন।

তাই বাড়িতে থাকে কেবল মেয়ে ও বাবা।

সেই সুযোগে
বাবা মেয়েকে ধর্ষণ করেন।
মেয়ের জীবনে বাধা হয়ে দাঁড়ান।
#
Case 2
-------
এক শিশুর কাকা শিশুকে বললেন:
"চল,
আজ তোকে একটা জিনিস দেখাব।"

শিশুটি জিজ্ঞেস করল: "কী জিনিস?"

কাকা বললেন: "গেলেই বুঝতে পারবি।
দেখলে একদম— পাগল হয়ে যাবি!"

শিশুটি বলল: "তাহলে চলো না কাকা, ওটা দেখি।"

কাকা বললেন: "নিশ্চয়ই! চল না!"

কাকা শিশুটিকে নিয়ে গেলেন একটা ঘরে।
দরজা, জানলা বন্ধ করলেন।

কিন্তু তিনি ধারণ করলেন "পিডোফাইল" অবতার।

শিশুটি আনন্দে লাফাচ্ছিল জিনিসটা দেখতে।
কিন্তু সেই জিনিস, আদরের কাকা
তার ধর্ষণের কারণ হয়ে দাঁড়াল।
#
যে কোনো সময়ে এমন হচ্ছে।
ভেসে উঠছে খবরের কাগজে প্রতিবেদন হয়ে।

শুধু মেয়েরাই ধর্ষিত হয় না।
শিশুরাও ধর্ষিত হচ্ছে
পরিজনদের হাতে, পরিবারে।

এর উচিত শিক্ষা হোক।
শিক্ষা থাক সমাজের, মানুষের।


(২১/১১/২০২৪)