(সৌজন্য: রূপম ইসলাম)
"ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে,
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।"
— গোলাম মোস্তফা
"The Child is father of the Man"
— William Wordsworth
শিশুর ভিতরে তার পিতা,
সেই শিশুটি সবার ভিতরে।
কখনো হাসিখুশি সে,
আবার দুঃখে কাঁদে মরে।
শিশুর পিতা করে শাসন,
শিশু মন দিয়ে শোনে।
ভিতরকার সেই শিশু পরে
শাসন শুনে দুঃখ বোনে।
পিতার কিছু হলে শিশু
চোখের জল ফেলে।
ভিতরকার শিশু হারালে
চোখ ভিজে যায় জলে।
দুঃশাসনে শিশু-হৃদয়
পায় অনেক কষ্ট।
ভিতরের সেই শিশু
হয়ে ওঠে বড় নষ্ট।
সেই শিশুটির মনের ভিতর
রয়েছে হাজার চাপ।
সে ভাবে করবে আত্মহত্যা
বাড়লে চাপের উত্তাপ।
সেই শিশুটির সব স্বপ্ন
থেকে যায় অপূর্ণ।
স্বাধীনতা বড় দায়,
মনের শান্তি হয় চূর্ণ।
শিশুটি আমাদের দেখে
ভেবেছ কি, কী চোখে?
দেখেছ কি ঐ শিশু-মন
ভরে থাকে কত শোকে?
সময় এখন ক্ষমা চাওয়ার
সেই শিশুটির কাছে।
মনে রেখো— শিশুদেরও
সুখ-দুঃখ আছে।
শিশুরা নয় হাতের পুতুল,
শিশুরা নয় পণ্য।
সবাই যদি গুরুত্ব দেয়,
তবেই শিশু ধন্য।
এই আবেদন সবার কাছে
সকল শিশুর জন্য।
(১৫/১১/২০২৪)
মালদা