(অবশেষে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হয়, নতুন পি.সি. হন মনোজ বর্মা। আর নতুন স্বাস্থ্য অধিকর্তা হন স্বপন সোরেন। এই কবিতায় তাদের নাম সরাসরি প্রকাশ করা হল না।
"শিক্ষার প্রতিশোধ" এই শব্দবন্ধটি রূপম ইসলামের। এবং কবিতার প্রথম উক্তিটি চে গুয়েভারার।)

"বিপ্লবের প্রথম শর্ত— শিক্ষিত হও।"
সেই শর্ত মেনে চলছে আন্দোলন—
ধর্ষণের বিচারের দাবিতে,
পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তার
পদত্যাগের দাবিতে।
এবার পুলিশ মন্ত্রী ডাক্তারদের দাবি মেনেছেন।
এসেছেন নতুন পুলিশ কমিশনার আর
নতুন স্বাস্থ্য অধিকর্তা।
কিন্তু ওনার পদত্যাগ এখনো বাকি।
তিনি মেনে নিয়েছেন— "এটা শিক্ষার প্রতিশোধ।"

যে শিক্ষা জন্মায় হৃদয়ের অন্তঃস্থল থেকে,
যে শিক্ষা মানুষকে প্রতিবাদ করতে শেখায়,
সেই শিক্ষাই গড়ে তুলেছে স্বতঃস্ফূর্ত আন্দোলন,
এনেছে শাসকের মনে ভয় আর চাপ।
দেখিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এই শিক্ষার প্রতিশোধকে সংগ্রামী ও রক্তিম অভিনন্দন।

অপেক্ষা শুধু
শাসকের পদত্যাগের জন্য,
দুঃশাসনের পতনের জন্য,
তিলোত্তমার বিচারের জন্য।
আর কী?


(১৭/০৯/২০২৪)