(গত ২/১২/২০২৪ তারিখে আনন্দবাজারের প্রথম পাতায় একটি ছবি প্রকাশিত হয়, যার শিরোনামে লেখা: "নয়াদিল্লির গীতা কলোনি সেতুর নোংরা ফুটপাতে লেখাপড়ায় মগ্ন গৃহহীন শিশু। রবিবার।" সেই নিয়েই এই লেখা)
"শুধু উঁচু শ্রেণীর বাচ্চারাই পড়াশোনা করে।
নিচু শ্রেণী শিক্ষা পেয়ে কী করবে?
ওরা তো নোংরা পরিবেশে বাস করে,
আর উঁচু শ্রেণী? তাদের তো সবই স্বচ্ছ।"
থামো তো! যত বালের চিন্তাভাবনা!
শিক্ষা সবার জন্য—
সে হোক নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত।
জানো না?
এখন গরীব ঘরের বাচ্চারাও পড়াশোনা করে
বড় বড় পোস্টের চাকরি পাচ্ছে।
দিল্লির নোংরা ফুটপাতের এক শিশু—
তার ঘর নেই, তবু তার হাতে বই—
সে মন দিয়ে পড়ছে, আবিষ্কার করছে অনেক কিছু।
একদিন খবরের শিরোনামে উঠবে তার নাম।
সেখানে লেখা থাকবে—
"দিল্লির নোংরা ফুটপাতের বাচ্চাটি আজ বড় পোস্টের কর্মচারী"
দেশ ধন্য ধন্য করবে।
এটাই তো চাই।
আর এটাই তো গণতন্ত্র।
শ্রেণি, ধর্ম, লিঙ্গ, জাতপাত ভেদ করে
শিক্ষার সুযোগ সবাই পাক।
শিক্ষা সবার জন্য,
সকল জীবনের জন্য।
(০২/১২/২০২৪)