(কিছু কথা:
কবিতাটির তৃতীয় স্তবকের তৃতীয় লাইন "দেশের মানুষ স্বাধীন হয়নি"। আগে এই লাইনে "দেশের নেতারা"-ও যোগ হয়েছিল। লাইনটা হয়ে উঠেছিল: "দেশের মানুষ, দেশের নেতারা স্বাধীন হয়নি।" কিন্তু পরে বুঝলাম, লাইনটাই ভুল লিখেছি। নেতারা তো মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়ার এবং তার সুযোগ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারাই সবরকম স্বাধীনতা পাচ্ছে, আর আমরা মানুষ তো "পোষা কুকুর"। তাই লাইনটা পরিবর্তিত হয়েছে।)
আমরা করব জয়।
বুকের গভীরে আছে প্রত্যয়।।
এদেশকে আমরা ভালোবাসি।
এদেশকে আমরা চিনি।
আমরা ভারতবাসী ---
এটা আমাদের গর্বের বিষয়।
এদেশ ঐতিহ্যের দেশ।
এদেশ একতার দেশ।
আমরা একে অপরের ভাই বোন।
সবাই এদেশে সমান।
আমাদের একটাই প্রতিজ্ঞা ---
"আমরা করব জয়।"
১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছে জানি।
তবে দেশটা স্বাধীন হলেও
দেশের মানুষ স্বাধীন হয়নি।
স্বাধীনতার নাম করে যুগ যুগ ধরে চলছে
ধর্ষণ, গণহত্যা, অন্যায় অবিচারের তাণ্ডব নৃত্য।
জ্বলছে বিদ্রোহের আগুন।
দুর্নীতির রং দেশটাকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে।
কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে ---
তাতে দেশের অর্থনীতি ভেঙে যাচ্ছে।
যুবকদের চাকরি চুরি যাচ্ছে।
চাকরিপ্রার্থীরা আন্দোলন করছে রাজপথে,
তুলছে স্লোগান ---
"আমাদের চাকরি দিতে হবে!"
"আমাদের দাবি মানতে হবে!"
কিন্তু সরকার কি শুনছে তাদের কথা?
তাদের দাবি কি মানছে?
না মশায় --- একদম না!
সেতো সম্পত্তির মোহে অন্ধ হয়ে গেছে।
ক্ষমতার পিছনে পড়ে পাগল হয়ে গেছে।
এরই ফলে --- আজকে দেশের এই ধ্বংসচিত্র।
লজ্জা! লজ্জা! লজ্জা!
দুশো বছর লড়াই করে,
দেশের জন্য জীবন উৎসর্গ করে কী লাভ হল?
ব্রিটিশরা চলে গেছে,
রেখে গেছে কালোবাজারি, লুটতরাজ।
যে ভারতবর্ষের প্রতি আমাদের সম্মান ছিল,
যে ভারতবর্ষকে আমরা প্রাণ দিয়ে ভালবেসেছি
তার শিল্প সংস্কৃতির জন্য,
সেই ভারতবর্ষের কেন দুরবস্থা?
কেন বিপন্নতা? কেন নীরবতা?
কেন? কেন? কেন?!!!!
এই সুন্দর দেশে
যেখানে কৃষকের ঘরে অন্ন নেই,
যেখানে শ্রমিকের বেতন বন্ধ,
যেখানে চাকরি নেই,
যেখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই,
যেখানে মানুষের অধিকার নেই,
সেখানে স্বাধীনতার মূল্য কোথায়?
কোথাও নেই।
তাই, হে সকল ভারতবাসী, আবালবৃদ্ধবনিতা,
এসো, আমরা শপথ করি ---
আমরা করব জয়।
এদেশে যতদিন দুর্নীতি থাকবে,
আমরা করব জয়।
যতই ঝঞ্ঝা ঝড় আসুক না কেন,
যতই বাধা বিপত্তি আসুক না কেন,
আমরা করব জয়।
এই স্বাধীনতার সংগ্রামে ব্যর্থ হব না,
আমরা হারব না, হাল ছাড়ব না।
এ লড়াই বাঁচার লড়াই।
এ লড়াই চলছে, চলবে।
চিন্তার কিছু নেই।
স্বাধীনতা আসবেই আসবে।
শুধু স্বাধীনতা নয় --- প্রকৃত স্বাধীনতা।
আমরা চাই ভারতের প্রকৃত স্বাধীনতা।
অপেক্ষায় ছিলাম, আছি আর থাকব চিরকাল।।
এদেশ তোমার, এদেশ আমার,
এদেশ মোদের সবার।
আমরা সবাই ভারতবাসী,
গণতন্ত্রে নাগরিক।
সুজলা সুফলা শস্য শ্যামলা
আমাদের এই দেশ।
প্রেমের তীর্থ, মিলন তীর্থ
আমাদের এই দেশ।
আমার দেশের নীল আকাশে
পাখিরা উড়ে বেড়ায়।
দিঘি, পুকুর, নদীর জলে
হাঁসেরা মাথা দোলায়।
আমার দেশের প্রতিটি মানুষ
অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে ---
রক্তে রাঙা হয়ে ওঠে দেশ ---
প্রতিবাদী ভারতবর্ষ।
সর্বধর্ম সমন্বয়ে
উড়বে জয় নিশান।
উন্নয়নই মূলমন্ত্র।
হোক ভারতের জয়......
(6th August 2022)