(আজ ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে)

শান্তি হল মনের আনন্দের চিহ্ন।
মনের শান্তি মনে শক্তি জোগায়।
বিশ্বশান্তি বিশ্বের শ্রেষ্ঠ সূর্য।
শান্তির চিহ্ন সকল বিপদ আড়ালের চিহ্ন।
অনেক যুদ্ধ, অনেক লাশ,
অনেক মৃত্যু, বহু সন্ত্রাস,
অনেক খুন, অনেক অহংকার ---
অনেক শুনেছি, শুনব না আর।
শান্তির মিছিল হবে অব্যাহত,
শান্তির চিহ্ন হবে অঙ্কিত।
পৃথিবী আবার শান্ত হবে,
শান্ত সূর্য জেগে উঠবে।
মুছে যাবে যত অন্ধকার,
লাঞ্ছনা থাকবে না আর।
চিরকালের জন্যে হবে অবসান
অপশক্তির, আবার মাতবে আনন্দে প্রাণ।


(১৭.০৯.২০২১)