মনে পড়ে আজকের দিনের কথা?
মাঝরাতে দুটো রেলগাড়ি ও এক
মালগাড়ি ধাক্কা খেয়েছিল লাইনে?
শোক পালন করেছিল মানুষ অনেক।

হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।
দেহগুলো পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে
রেললাইনের পাশে। ট্রেনের কোচগুলো
লাইনের মধ্যে দুমড়ে মুচড়ে ছিল গিয়ে।

সেই দিনই লাইনের মধ্যে উদ্ধার
হয়েছিল এক বাংলা কবিতার খাতা—
সেটা কার, হাতের লেখা কার, অজানা।
সাফ-সুতরা ছিল খাতার প্রত্যেক পাতা।

এক পাতায় কালো রঙে, অন্য পাতায়
গোলাপী রঙে লেখা প্রেমের কবিতা।
কালো, গোলাপী, ভিন্ন রঙে রঙিন,
অক্ষত থেকে গেছে সেই খাতা আর পাতা।

এক লেখা ছিল সেই খাতায়—
"ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়।"
ট্রেন দুর্ঘটনা আজ এক ছোট গল্প—
সেখান থেকে জন্ম নিয়েছে স্মৃতি।
হোক সে যে যার কবিতার খাতা,
সেই লেখাটার কভু হবে না ইতি।

মানুষের জন্ম আর মৃত্যু হলেও
কবিতার এরকম কখনো হয়না।
কবিতা শাশ্বত, অমর পেনের কালিতে।
কবিতার আকাশে ওড়ে প্রেমের ময়না।

সেই ময়না আজ সেই ছোট্ট গল্পটা
তার অন্য বন্ধুদের বলে বেড়ায়।
মানুষের প্রাণ, যা কিছু গেলে যাক,
ভালবাসার কবিতাটা আজও থেকে যায়।

থেকে যায় সেই খাতাটা অক্ষত
রাত্রি আকাশের তারাগুলোর মতো।
আমি চাই সেই লেখাটার হোক প্রকাশ—
হয়ে যাক সেটা বিশ্বের কবিতার ইতিহাস।

সেই ইতিহাসের সাক্ষী থাক সবাই।
সেই ইতিহাস নিয়ে আলোচনাও চাই।

সাথে থাক এক মুহুর্তের জন্য শোক।
সেই লেখাটার সব পত্রিকায় প্রকাশ হোক।


(০২/০৬/২৪)