(২-রা মে, সত্যজিৎ রায়ের জন্মদিবস উপলক্ষে)
একদিন নিশ্চয়ই আসবে—
যেদিন শোষণ থেকে মুক্তি পেয়ে,
শাসন থেকে মুক্তি পেয়ে
মানুষ গাইবে তোমার চিরন্তন গান—
"আহা কি আনন্দ আকাশে বাতাসে...
ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন"
তুমি বলেছিলে —
"কতই রঙ্গ দেখি দুনিয়ায়...
অর্থ কোনো খুঁজে নাহি পাই রে"
এখন তা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে গেছে —
সত্যি এদেশে নেই অর্থ,
নেই অন্ন,
নেই শান্তি।
এ দেশ যেন হীরক রাজার দেশ —
যেখানে রাজা শুধুই অত্যাচার করতে জানে,
গরীব প্রজারা শুধু মার খেয়ে মরে,
একে একে সকলেই জেল খাটে।
তুমি প্রতিবাদ করতে শিখিয়েছিলে
তোমার সৃষ্টি আজও প্রাসঙ্গিক।
(০১/০৫/২০২৩)
কলকাতা