(এটি ২০২০ সালে লেখা শীতের কবিতা। সেই বছর আমি কবিতা লেখা শুরু করেছিলাম। কিন্তু তখনকার কবিতার ভাষা এখনকার থেকে একদম অন্যরকম ছিল। এই কবিতা পড়লে তা বোঝা যাবে।)
সামনেই শীত আসতে চলেছে,
পাল্টে যাবে সময়,
ওয়েদার হবে খুব ঠাণ্ডা, আসছে বরফ,
পড়তে হবে আমাদের সোয়েটার, গায়ে দিতে হবে কম্বল,---
আর আসছে বড়দিন উৎসব,
আসছে সান্তা ক্লজ সকলকে উপহার দিতে,
নগরে নগরে বসবে বড়দিনের অনুষ্ঠান,
খুব আনন্দ করবে মানুষ এই উৎসবে।
শীতের দিন সঙ্গে সঙ্গে মাথায় ক্যাপ আর
গলায় মাফলার লাগাতে ভুললে চলবে না,
ঘরে জুতো পরতে ভুলে যেও না,
ফুল প্যান্ট পরতেও ভুলে যেও না,
গরম জল দিয়ে স্নান করতেও ভুলে যেও না;---
এদের সঙ্গে সঙ্গে আমাদের খেতে হবে
পাটিসাপটা, পিঠে আর পুলি,
তাতে আমাদের শীতের দিন ভালো কাটবে;---
ঠাকুরের গায়ে কম্বল, চাদর দিতেও ভুলে যেও না,
পোষা প্রাণীদের বাড়িতে রাখতে ভুলে যেও না,
গরম খাবার খেতে ভুলে যেও না,---
বেশি গরম লাগলে সোয়েটার সঙ্গে সঙ্গে খুলবে,
ঘরে দরজা জানালা বন্ধ করতে ভুলে যেও না,
এ.সি. চালানো বন্ধ করতে ভুলে যেও না,
তাই জন্য বলছি, সামনেই শীত।
(২০২০)