(ছেলে হিসেবে আমি বড়ই লজ্জিত। এই নারীধর্ষণের প্রধান হাত হয়ে ওঠে এই ছেলেরাই/পুরুষরাই। তাই ছেলে হিসেবে সেই পুরুষ জাতির প্রতি এই কবিতা লিখতে আমি বাধ্য হয়েছি, লেখার দরকার ছিল। তবে এই কবিতা "ছেলেদের প্রতি" হিসেবেও থাকবে।)
হে পুরুষতান্ত্রিক সমাজের মাথা,
তুমি কি এতই শক্তিমান? এতই স্বতন্ত্র?
তুমি কি সত্যিই পারো
এ সমাজে যা খুশি তাই করতে?
নিজের স্ত্রীটিকে, মেয়েটিকে খুন ধর্ষণ করতে?
ওদের বাঁচার অধিকার কেড়ে নিতে?
প্রেমের নামে ওদের প্রতারণা করতে?
প্রায়ই দেখি—
তুমি সমাজ মাধ্যমে 6 pack abs, muscle-এর
ছবি পোস্ট করো।
সেই পোস্টের হাজার হাজার লাইক।
সহজেই মেয়েরা পড়ে তোমার প্রেমে, আকর্ষণে।
একটি মেয়ে তোমার হাত ধরতে, তোমাকে জড়িয়ে ধরতে চায়।
তুমি অনুভব করো তার গোপন শরীর, কোমল হাত
এবং নাকে পাও তার মিষ্টি গন্ধ।
কিন্তু সেই তুমি, মেয়েটির আকর্ষণীয় উপহার,
করো তাকে ধর্ষণ, খুন, হত্যা।
কীভাবে যে করো, সেটা বলার দরকার নেই।
সেই ধর্ষণ হয়ে ওঠে খবরের শিরোনাম।
তুমি হয়ে ওঠো ধৃত, অভিযুক্ত, গ্ৰেফতার।
এটাও দেখি—
তুমি নিজের স্ত্রীকে বাইরে যেতে দাও না,
কাজ করতে দাও না,
শুধু ঘরবন্দি করে রাখো আর দাও বাঁধিয়ে যত তাণ্ডব।
বলো তো—
কোন বিধানে লেখা আছে
একটা মেয়ের কাজ থাকলেও সে কাজ করতে পারবে না?
একটা মেয়েকে প্রেমের প্ররোচনা দিতে হবে?
এতে কোন মহাভারত অশুদ্ধ হয়?
আর জি কর... উত্তরাখণ্ড...নিউ টাউন —
এত প্রতিবাদের পরেও একেকটা নার্স
পুরুষের কবলে পড়ে মারা যাচ্ছে।
আর তুমি?
তুমি বসে বসে ছক কষছো—
আর কোন মেয়েকে টার্গেট করবে?
তোমার লজ্জা নেই? দায়বদ্ধতা নেই? শিক্ষা নেই?
এই শিক্ষা কি তোমার বাপ মা আর নেতা দাদারা দিয়েছে?
তোমার হাতেই সব কিছু
আর মেয়েরা শুধু পোষা কুকুর বিড়াল?
তুমিই স্বতন্ত্র, স্বাধীন
আর মেয়েরা শুধু পরাধীন, অধিকারহীন?
শোনো—
সবকিছুর সীমা আছে।
স্বাধীনতারও সীমা আছে।
কিন্তু তোমাদের মতো কিছু মানুষ
সেই স্বাধীনতার অপব্যবহার করে।
তাই-ই স্বাধীনতার নামে চলে শুধু পরাধীনতা, প্রহসন।
ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এ মানবিক সমাজ, মানুষের মানসিকতা।
সময় আছে, নিজেকে শুধরাও,
নিজের সমাজকে, সমাজের মানুষকে শুধরাও।
মনে রাখো— তুমিও মানুষ, নারীও মানুষ,
তোমাদের সবার আছে বাঁচার অধিকার।
সেই অধিকারকে নষ্ট করো না, করতে দিও না।
দেখো চারিদিকে কী হচ্ছে—
একদিকে প্রতিবাদ, অন্যদিকে নারীধর্ষণ।
ক্ষমতাধর হওয়া নয়,
সমাজের প্রতি দায়বদ্ধ হওয়াই তোমার কর্তব্য।
সেই কর্তব্য পালন করা বাধ্যতামূলক, নইলে
"একদিন শেষ হয়ে যাবে সব,
শেষ হবে লোক ঠকানোর উৎসব..."
সাবধান!
(২১/০৮/২০২৪)