হে মা জগদ্ধাত্রী, ক্ষমা করো,
পৃথিবীতে কেউ আর মানুষ হল না।
মানুষ মানুষকে করে ভর্ৎসনা,
মানুষ মানুষকে করে ছলনা।

কমিটির আছে শুধু আগ্রাসী অহং,
কমিটির আছে ক্ষমতা-খ্যাতির লোভ,
কমিটির সীমাহীন বাড়বাড়ন্ত দেখে
ওদের প্রতি জন্মায় মনে ভীষণ ক্ষোভ।

উৎসবের নামে চলে ব্যবসা,
সেই ব্যবসা নিয়েই ওরা মত্ত।
তার ফল— লোকের সঙ্গে দুর্ব্যবহার,
আগেকার সময়ে কি এমন হত?

দুর্গাপুজোয় সিংহি পার্কে এর শিকার
হয়েছিল এক সাধারণ ফুচকাওয়ালা।
আজ চন্দননগরে— এক তরুণী।
পৃথিবীতে কেউ কি আর ছোড়নেওয়ালা?

এই সব পুজো কমিটির বিরুদ্ধে
অন্তত নেওয়া হোক আইনি ব্যবস্থা।
যতদিন না ওরা শোধরাবে,
ততদিন ফিকে থাকবে ওদের প্রতি আস্থা।


(১১/১১/২০২৪)
মালদা