মা আসলে আমরা হাসি।
মা চলে গেলে আমরা কাঁদি।
বছরের পর বছর
সেই মায়ের জন্য অপেক্ষা করে থাকা,
       মায়ের কথা ভাবা।
এভাবেই কাটে দুর্গাপূজা।

এভাবেই চলে পৃথিবী।
কত মানুষ আসে, কত মানুষ যায়।
যুগে যুগে ভাবতে হয় সেইসব মানুষের কথা,
যারা আমাদের দিয়েছিল হাসি,
যারা বেঁচেছিল আমাদের জন্য,
যারা কাজ করেছিল আমাদের জন্য।

এই সুখ, এই আনন্দ নিয়ে
চলে পূজা ও পৃথিবী।


(২৮/০৯/২০২৩)
কলকাতা