(০১.১১.২০২২ আমি ক্লাস টেন অবধি কলকাতার যে স্কুলে পড়েছি, সেই স্কুলের সকল ছাত্র মিলে বেহাল রাস্তার বিরুদ্ধে স্কুলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। সেই প্রতিবাদ নিয়ে এই লেখা)

এই শহরে যত ভাঙা রাস্তা,
সেগুলো সারাতে হবে,
এক সুন্দর রাস্তা গড়ে তুলতে হবে।
ভাঙা রাস্তা চলবে না।
আমরা সুস্থভাবে স্কুলে যেতে চাই,
               শান্ত জীবন গড়তে চাই,
         সুস্থভাবে এগিয়ে যেতে চাই।
আমরা যানজটের সমস্যা চাই না,
            রাস্তায় খোঁড়া গর্ত চাই না,
                            দুর্ঘটনা চাই না।
এ পথ আমাদের সবার।
তাই আমরা চাই—
এই রাস্তা সারানো হোক,
সুন্দর রাস্তা তৈরি হোক,
যাতে কোনো সমস্যা দেখা না দেয়।
প্রশাসনকে আমাদের দাবি মানতে হবে।
ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে চলবে....


(০১.১১.২০২২)