সবাই আমাকে প্রশ্ন করে ---
"তুমি কাকে ভালোবাসো?"
"তুমি কাকে পছন্দ করো?
স্কুলের বা তোমার আশেপাশের কোনো মানুষকে তোমার পছন্দ?"
আমি পড়াশোনায় বেশি সময় দিই।
এরই মাঝে চলে ভালোবাসা নিয়ে কথাবার্তা আমার সাথে।

তাতে আমি মনে করি ---
আজকের মানুষ মানুষকে ভালোবাসে
শুধু তাঁর রূপ দেখে,
    তাঁর চরিত্র দেখে নয়।
কেউ কাউকে সত্যিকারে ভালবাসছে না।
কলহ, গালাগাল নিয়েই আজকের ভালবাসা।

বন্ধু, একটা কথা জেনে রেখো ---
ভালোবাসা মানে কিন্তু রূপ দেখে ভালোবাসা নয়।
হাত বাড়িয়ে মানুষের পাশে থাকা,
মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করা,
মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা,
নিজেকে অন্যের সাথে তুলনা না করা ---
একেই বলে ভালোবাসা।

তাই তোমাদের প্রশ্নের উত্তরে আমি বলি ---
"আমি ভালোবাসি নিজেকে।
আমি ভালোবাসি তোমাদের সবাইকে।"


(23rd July 2022)
কলকাতা