আর কত জীবন বিসর্জন দরকার?
আর কত স্বজনদের হারানো দরকার?
মানুষ একা হয়ে যাচ্ছে,---
তা কি জানো না?
আর কত আনন্দের দরকার?
আর কত সুখ-শান্তির দরকার?
আনন্দ কারোর কাছে বেশিদিন থাকে না,
দুঃখ নিয়েই আমাদের বেঁচে থাকা—
তা কি জানো না?
আর কত বড় হওয়া দরকার?
আর কত ভালো হওয়া দরকার?
সবাই সমান নয়,---
তা কি জানো না?
আর কত ভালবাসা দরকার?
আর কত সম্মান দরকার?
ভালবাসা, সম্মান সবাই পায় না,
সেগুলো সীমিত—
তা কি জানো না?
কিছুই জানো না তোমরা।
তোমরা আপন তালেই মাতো।
তোমরা পড়েই থাকো আনন্দ, ভালবাসা নিয়ে।
(২৫.০৯.২৩)
কলকাতা