প্রকৃতি একই নিয়মে চলে।
সে একইভাবে নিজেকে মেলে রাখে।
একইভাবে সকাল হয়,
একইভাবে সন্ধ্যা হয়।
একইভাবে রোদ্দুর হয়,
একইভাবে বৃষ্টি হয়।
একইভাবে ফুল ফোটে।
একইভাবে পাখি গান গায়।
নদী ও সমুদ্রে একইভাবে জল ভাসে।
প্রকৃতি একই নিয়মে চলে।
আমরাও একই নিয়মে চলি,
তবে প্রকৃতির নিয়মকে অবহেলা করি।
রোদ্দুর বা বৃষ্টি হলে আমরা বিরক্ত হই।
প্রকৃতিকে ভালবাসতে গিয়ে
আমরা নিজেরাই প্রকৃতিকে নষ্ট করছি।
(০৮.১১.২২)