মানুষ মরছে।
পশুপাখিরা মরছে।
জঙ্গলে আগুন লাগছে।
জল গরম হচ্ছে।
রৌদ্র প্রখরতর হচ্ছে।—
জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি।
মধ্যে পৃথিবীর মানুষ
দিচ্ছে আগুনে পাড়ি।
অন্যদিকে নির্বাচন —
চলছে মনোনয়ন—
তার নামে চলছে দ্বেষ,
বিপন্ন মানবপ্রাণ।
তবু পৃথিবী বেঁচে আছে
শুভমুক্তির আশায়।
তবু মানুষ কথা বলছে
প্রতিবাদের ভাষায়।
(১৬.০৬.২৩)