পর্ব ১

আমি তোমাদের পৃথিবী, সেই সবুজ পৃথিবী,
তোমাদের পরম বাসস্থান, সেই ভূস্বর্গ।
তোমরা আমাকে স্বর্গ ভেবে ভালবাসো —
সে তো আমি জানি,
কিন্তু এখন আমাকে অপমানও করো।
তোমাদের একের পর এক অত্যাচারে
জর্জরিত হতে হয় আমাকে,
কাঁপে আমার বুকটা।

পলিউশনে আমি সবুজ থেকে হয়ে উঠি কালো পৃথিবী।
আমার বুকে থাকা কত গাছপালা, জল, আকাশ বাতাস
দূষিত হয় তোমাদের জন্য।
আদরের পশু-পাখি-পোকামাকড়
তোমাদের আঘাতে মারা যায়,—
Wildlife হয়ে ওঠে বিমুক্ত।
বাতাস দূষিত হওয়ার ফলে তোমরাও মারা যাচ্ছো।
তোমাদের ভুলের শাস্তি এভাবেই ভোগ করতে হয়।

পলিউশনের পাশাপাশি
নানারকম যুদ্ধও হয় আমার বুকে,—
অশান্ত হয়ে উঠি আমি।
এই যে করোনাযুদ্ধ,—
মানুষ ভাইরাসে মরছে,
তোমাদের হয়ে যেন আমিও হয়ে উঠি আক্রান্ত।
আমি এখনো পর্যন্ত উঠতে পারছি না সেরে,
মরার অবস্থায় বেডে শুয়ে আছি,
আর তার মধ্যে মনুষ্যত্বের বলি।—
ধর্মের নামে, দেশের নামে,
সংস্কারের নামে, জাতের নামে
দিন দিন শুধুই যুদ্ধ, হিংসা, দ্বেষ,
অত্যাচার, আরও কত শত।
তোমাদের এমন বিবাদ বিভেদে
আমার কী হবে — তা ভেবে দেখেছো কি?
কখনো কি আমার কথা ভাবো?
আমার অবস্থা বোঝো?
কিচ্ছু বোঝো না তো?
তাহলে কেন আমার বুকে থাকছো?

আমার ভগবানের দ্বারা সৃষ্টি
এমনি এমনিই হয়েছিল — তা নয়।
আমার সৃষ্টি তোমাদের ভালোর জন্য,
মনুষ্যত্বের জন্য, আনন্দের জন্য,
যুদ্ধহীন, মহামারিহীন জীবনের জন্য।
তাই তোমাদের বলি,—
আমি শান্তিতে বাঁচতে চাই,
আনন্দ চাই, যুদ্ধহীনতা চাই,
তার জন্য তোমরা বিভেদ বিবাদ বন্ধ করো,
বন্ধ করো নোংরামি। আনন্দে থাকো,
তাহলে আমিও থাকতে পারবো আনন্দে।
মহামিলনের প্রতিষ্ঠা হোক আমার স্নিগ্ধ বুকে।


(২৭শে অক্টোবর ২০২১)
******************************
পর্ব ২

খবরের কাগজ, পাঠ্যবই আর গল্প-কবিতার বইয়ের
পাতা ওল্টাতে ওল্টাতে, পড়তে পড়তে মনে হয় —
পৃথিবী আর সময়ের কী বিরাট পরিবর্তন!
কীভাবে যে বেঁচে আছে পৃথিবী!
কীভাবে যে বেঁচে আছে মানুষ!
যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলনের আগুন জ্বলে।
খুন ও হত্যার রক্ত স্রোত হয়ে ভাসে মাটিতে।
প্রেমহীনতা, অবিশ্বাসের বিষ খেয়ে
কত ভালবাসার মানুষ অভিমানে পৃথিবী ছেড়ে বিদায় নেয়।
এত আশা করা সত্ত্বেও,
এত কবিতা লেখা সত্ত্বেও
সভ্যতার ঘুম ভাঙে না।
সভ্যতা চলছে নিজের মর্জিতেই।
দু-চারটে কষ্টের কবিতা, প্রতিবেদন পড়তে পড়তে
অনেকবার মনে হয়—
একটু কাঁদি,
কষ্ট পাওয়া মানুষদের জন্য কবিতা লিখি।
তবুও, সভ্যতা চলছে নিজের মর্জিতেই।
ঘুম ভাঙছে না।
ঘুম ভাঙতেই চায় না।
কবে যে এক "মহাবিপ্লব" আসবে পৃথিবীকে বদলানোর জন্য —
আছি তার আশায়।
হায়, দুরাশা!


(১২/০৭/২০২৩)