(উৎসর্গ: কলকাতাকে)
রোদ্দুরে পুড়ে যায় শহর
গ্ৰীষ্মের দিনে।
বৃষ্টিতে ভিজে যায় শহর
বর্ষার দিনরাতে।
পূজার আনন্দ থাকে শহরে
শরতের দিনরাতে।
বড়দিনে মাতে এ শহর
শীতের দিনরাতে।
রং খেলা হয় শহরে
বসন্তের দিনে।
এসব একসময়ে শেষ হয়,
নতুন কিছু শুরু হয়,
আবার শেষ হয়;
কিন্তু শহরের মানুষের প্রেম
শেষ হয়না কখনো।
চলতেই থাকে।
নতুন ঋতুর আগমনের সঙ্গে সঙ্গেই
চলে প্রেমের আগমন মানুষের।
প্রেমের কবিতা লিখিত হয়ে যেতে থাকে।
প্রেমের জোয়ারে ভাসমান এ শহর।
এ শহর হয়ে ওঠে — প্রেমের শহর।
প্রেম কখনো থামে না।
চলতেই থাকে।
(০২/০৪/২০২৩)
কলকাতা