।। ১ ।।

সবাই মানুষ হয় না।
সবার চোখ বুদ্ধিদীপ্ত হয় না।
সবার মুখশ্রী সার্থকতা-মাখা হয় না।
সবার জামাকাপড়ের ধরণ সমান নয়।
তুমি কি বিচারপতি,
যে দেখতে সুন্দর হবে তাকেই ভালবাসতে হবে?
এই কি তোমার প্রেম?
এই কি তোমার ভালবাসা?
তোমার লজ্জা নেই।

।। ২ ।।

ফিজিক্স বলে:
"Opposite charges attract each other.
Like charges repel each other."
এই কনসেপ্ট-টা শুধু ফিজিক্সে নয়,
গোটা পৃথিবীতে সত্যি।
যদি একটি ছেলে ও একটি মেয়ে থাকে
তবেই নাকি ভালবাসা গড়ে ওঠে।
কিন্তু দুটি ছেলে কিংবা দুটি মেয়ে থাকলেই
চলে বিবাদ, অবিশ্বাস, ঘৃণা।
ফিজিক্সের থিওরির কী ধ্রুব সত্য।
এই থিওরি দেখতে শেখায় পৃথিবীটাকে।
অনেক মানুষ মনে করে —
ভিন্ন লিঙ্গের মানুষ থাকলেই নাকি প্রেম গড়ে ওঠে।
এই আমাদের প্রেম।


(০৭.০৭.২০২৩)