রাজপথে কিছু মানুষ করলে প্রতিবাদ
পুলিশ আসে তেড়ে, নিয়ে যায় তাদের তুলে।
অন্যদিকে মহামান্য প্রধানমন্ত্রী সেই
যোগ ব্যায়াম করেন সব ঘটনার কথা ভুলে।
নিট-এ হয়েছে বিরাট দুর্নীতি, ছাত্ররা
হয়েছে বিপন্ন— শিক্ষামন্ত্রী করেছেন স্বীকার।
কিন্তু দেশের-দশের ভরসা প্রধানমন্ত্রী—
বলো তো কী কারণ তার নীরবতার?
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি
আগেই বলেছিলাম— আপনি দিন ছেড়ে
ধর্মীয় রাজনীতি, দেশে-দশে মন দিন।
কিন্তু না। ফলে দুর্নীতি যাচ্ছে আরো বেড়ে।
এই যে কয়েকদিন আগে কাঞ্চনজঙ্ঘা
এক্সপ্রেস— সে নিয়ে কি কোনো কথা
আপনি বলেছেন? হয়তো আপনি মনে
করেছিলেন— "ধুত্তর যতসব ছাতার মাথা!"
ছিঃ ছিঃ ছিঃ
প্রধানমন্ত্রী!
এই কি আপনার দেশের প্রতি ভালোবাসা?
আমি তা জানিনি,
কখনো ভাবিনি,
করিনি আপনার কাছ থেকে এই আশা।
(২২/০৬/২৪)