পরিস্থিতি মোদের শিখিয়ে দেয়—
কিভাবে লড়তে হয়।
শিখিয়ে দেয় সে আমাদের—
ভয়কে কিভাবে জয় করতে হয়।
পরিস্থিতি তাই জন্যেই যুগ যুগ ধরে আসে।
দুঃখ দিতে নয়, শিক্ষা দিতে।
পরিস্থিতির দেওয়া শিক্ষা
মাথায় রেখেই, মান্য করেই
আমাদের লড়াই করা উচিত।
সেই শিক্ষাই আমাদের
লড়াই করতে সাহায্য করতে পারে।
নিয়ম মেনে চলা উচিত।
ভয়কে মোরা জয় করবই।
আমাদের হবে জয়।


(২৬.০৬.২০২১)