দূষিত পরিবেশ।---
নেই একটাও গাছ।
নেই একটাও জল।
মৃত্যু বাড়ছে সবার।
শব্দদূষণে, বায়ুদূষণে, জল দূষণে ---
আক্রান্ত প্রকৃতি।
অরণ্য নিধন অনেক হয়েছে,
মাটি, গাছ, জল অনেক দূষিত হয়েছে।
মানুষের এই বিভেদ অনেক জেগেছে,
নিজেকে ভরাক্রান্ত অনেক করেছে তারা।
এবার আর নয়,
আর পরিবেশদূষণ নয়।
এসো, সবাই মিলে
গাছ লাগাই, প্রাণ বাঁচাই।
জলদূষণ, বায়ুদূষণ সবাই বন্ধ করব,
নিজেকে ভরাক্রান্ত করব না ---
সবাই মিলে এই প্রতিজ্ঞা করি
এই পরিবেশ দিবসে।
পরিবেশ মোদের গৌরব।
পরিবেশ মোদের জীবন।।


(০৩.০৬.২০২১)