পৃথিবী যেন একটা বাগান,—
ছড়িয়ে পড়ে ফুলের বাহার।
ফুল দেখলেই যেন
ফুলের গন্ধে মাতি বারবার।

ফুলের সেই সুবাস,
সেই সুরভি আভাষ,

সেই যে চেনা গন্ধে —
ফিরে আসি ছন্দে।

যেদিকে যাই, সেদিকে শুধুই
ফুল ফুল ফুল।
কত রঙের ফুল।—
আনন্দে আমি পুলকাকুল।

প্রকৃতির গন্ধে, প্রকৃতির ছন্দে
আরও দেখব ফুলের বাহার।
প্রকৃতি প্রেমের নাম করে
উল্লাসে মাতব বারবার।


(১৯.১০.২০২১)