দিনের বেলায়,
মেঘের ভেলায়,
সূর্যোদয়ে, সূর্যাস্তে,
দিনরাতের অন্তে —
পাখি উড়ছে,
আকাশ ঘুরছে।
দিচ্ছে ডাক,
দিচ্ছে হাঁক,
গাইছে গান —
গীতবিতান।
গান গেয়ে,
উড়ান নিয়ে
হাতে পাখি
পরায় রাখি
সন্ধ্যারাতে,
প্রভাতে।
(১৭.১০.২০২১)