হে শিব, হে শিবশম্ভু,
হে জটাধারী, হে নীলকন্ঠ,
হে ভোলেনাথ, হে মহাদেব,
দেবাদিদেব, হে মহেশ্বর,
তুমি ওঠো, তুমি জাগো!
তব ত্রিশূলের এক আঘাতে
তুমি ধ্বংস করো অন্যায়ের পৃথিবীর।
সৃষ্টি করো নতুন পৃথিবী।
সৃষ্টি করো শান্তির পৃথিবী।
যুদ্ধ ও হানাহানি বন্ধ করে দাও।
এমন করে গাইব তোমার নামে জয়গান —
"ওঁ নমঃ শিবায় নমঃ!!!!!!!!"
(১লা মার্চ ২০২২)
কলকাতা