জাল নোট ছড়িয়ে দেওয়া "সন্ত্রাসবাদ"।
মহিলাদের নির্যাতন করা "সন্ত্রাসবাদ"।
তাহলে
শিশুদেরও নির্যাতন করা "সন্ত্রাসবাদ"।
অযথা দম্পতির মধ্যে ঝগড়া "সন্ত্রাসবাদ"।
আমাদের বাঁচতে না দেওয়া "সন্ত্রাসবাদ"।
পূর্ণ স্বরাজের অধিকার না দেওয়া "সন্ত্রাসবাদ"।
চাকরিপ্রার্থীদের দাবি পূরণ না করা "সন্ত্রাসবাদ"।
প্রতিবাদের মশাল নিভে দেওয়া "সন্ত্রাসবাদ"।
প্রতিবাদীদের মার খাওয়ানো "সন্ত্রাসবাদ"।
ছাত্রদের বুলিং করা "সন্ত্রাসবাদ"।
কলেজ ক্যাম্পাসে ragging "সন্ত্রাসবাদ"।
নেতাদের মঞ্চে দাঁড়িয়ে কুকথা বলা "সন্ত্রাসবাদ"।
যুদ্ধ-যুদ্ধ খেলা "সন্ত্রাসবাদ"।
দেশের রক্ত নিয়ে খেলা "সন্ত্রাসবাদ"।
হাতের মুঠোয় ক্ষমতা চাওয়া "সন্ত্রাসবাদ"।
ব্যবসার নামে লোভ দেখানো "সন্ত্রাসবাদ"।
প্রাণে মারার হুমকি দেওয়া "সন্ত্রাসবাদ"।
প্রেমিককে অযথা হত্যা করা "সন্ত্রাসবাদ"।
এই যেন হয় নতুন ‘ন্যায় সংহিতা’—
নতুন দেশ গড়ার নতুন হাতিয়ার।
(১৪/১২/২০২৩)
কলকাতা