রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল—
প্রায় সব জিনিসের দাম নিয়ে,
এমনকি মানুষকে নিয়ে
মনে হচ্ছে নোংরা খেলা চলছে।
দাম এত করে বেড়ে যাচ্ছে।
অবাক করে দিচ্ছে তা।
চিন্তায়, আতঙ্কের জ্বালায়
নাক কাটা যাচ্ছে জনগণের।
এত টাকা ওরা পাবে কোত্থেকে?
এমনটা যদি চলতেই থাকে,
বেচারাগুলোর হবে কি?
জিনিসগুলোর যা দাম,
তাতে তো ওদের সবই শেষ হবে।
তখন ওদের মনে দুর্দশা, আতঙ্কের রোল,
ওদের হাহাকার, হাহুতাশ, আর সর্বনাশ।
সব কিছু নিয়ে অনেক নোংরা খেলা দেখেছি,
অনেক শুনেছি হাহাকার, কান্না।
আর কিন্তু শুনব না, দেখবও না।
এটাই শেষ সময় কালো আতঙ্কের।
(৬ই অক্টোবর ২০২১)