(সৌজন্য: আনন্দবাজার পত্রিকা
উত্তর ২৪ পরগণার এক যুবকের হাতে যে ১৭ বছর বয়সী মেয়েটি নির্যাতিতা হয়েছে সম্প্রতি, তার কথা বলা হয়েছে।
বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন: https://www.anandabazar.com/west-bengal/24-parganas/the-victim-said-she-wants-to-focus-only-in-her-studies-now/cid/1558109)
তুই হয়েছিস নির্যাতিতা,
তোর পরিজন আছে ভয়ে।
কিন্তু লক্ষ্য তোর মাধ্যমিক,
বিশ্বাস রাখিস জয়ে।
সামনে পরীক্ষা, শুরু করেছিস
নিতে তার প্রস্তুতি।
তোর ভয়ার্ত চোখে স্বপ্ন—
"দূর করব সব ভীতি।
প্রত্যয় আছে— এগোতে হবে
সামনে রেখে লক্ষ্য।
শিক্ষাই আমার হাতিয়ার আর
আমিই আমার পক্ষ।
ভাল ভাবে পরীক্ষা দিলে
দেব অন্যায়ের জবাব।
বদলে দেব ঐ যুবকের
অমানবিক স্বভাব।"
হে পুরুষতান্ত্রিক সমাজ,
জেনে নাও এক কথা—
মেয়েরা সবই করতে পারে,
চাই শুধু স্বাধীনতা।
সমাজের যত ছেলেরা,
বদলে ফেলো স্বভাব।
সম্মান রাখলে তবেই হবে
পরিবর্তন সম্ভব।
মেয়ে, তুই পরীক্ষাটা দে,
ভয়কে ঠেলে এগিয়ে চল।
তোর বিশ্বাস থাক অটুট,
বেঁচে থাক তোর মনোবল।
তুই শিক্ষা দিলি— এটাই জীবন
আমার আর সবার।
চোয়াল শক্ত থাকলে হবো
আমরা অভয়, দুর্নিবার।
(০৫/১১/২০২৪)
মালদা