পর্ব ১
সবাই ভাবছে—
ভোট কাকে দেওয়া যায়?
কোন পার্টিকে?
তৃণমূল?
বিজেপি?
বামফ্রন্ট?
না কংগ্রেস?
আমি ভাবছি —
পরিবর্তন কি আসবে কখনো?
কখনো কি এমন বিপ্লব আসবে,
যা দেবে মানুষকে প্রকৃত স্বাধীনতা?
কখনো কি দেশ প্রকৃত স্বাধীনতা পাবে?
কখনো কি দেশে নির্বাচনের নাম করে
বোমার বিস্ফোরণ ঘটবে?
আদি থেকে অন্ত
এই প্রশ্নগুলোর নেই কোনো উত্তরের খোঁজ।
প্রশ্নগুলোর উত্তরের খুব দরকার।
(০৭.০৭.২৩)
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে
******************************
পর্ব ২
পাঁচ বছর পর ফের সেই সময় এসেছে
ফের প্রতিটি সংবাদপত্রে, টিভিতে,
মানুষের ঘরোয়া আড্ডা-আলোচনার আসরে
ভোট-রাজনীতি বিষয় হয়ে গেছে।
সবাই শুধু বলছে রাজ্যের কথা—
চাকরি বাতিল, শাসকের ভণ্ডামি, মিথ্যের রমরমা।
কেউ বলছে না
ভোটের পরে নতুন ভোরের আলো ফুটবে কিনা,
নতুন সকাল, নতুন দুপুর, নতুন বিকেল, নতুন সন্ধ্যা, নতুন রাত
দেখা যাবে কিনা,
নতুন দেশ, নতুন রাজ্য গড়ে উঠবে কিনা,
প্রকৃত পরিবর্তন, বিপ্লব আসবে কিনা।
আমি চেয়ে আছি সেসবের দিকে এই সময়ের প্রাক্কালে।
(সম্ভবত) ভোটের দ্বিতীয় দফার দিনে
আমি প্রশ্ন করেছিলাম মাকে—
"কখনো কি ভেবেছিলে, এবছর
ভোটের সময়ে ফের চেনা পরিস্থিতি দেখা যাবে?"
মায়ের অবশ্য জবাব— "হ্যাঁ।"
আমিও ভেবেছিলাম তাই।
এটা হওয়ারই কথা।
এখনো বোমা উদ্ধার, কোটি কোটি কালো টাকা উদ্ধার,
প্রার্থীকে দেখে ধাক্কাধাক্কি, চিৎকার,
পাশাপাশি তীব্র গরমের মধ্যে প্রচার, মিছিল, সভা—
এইসব নির্বাচনী খেলা চলছে। চলারই কথা।
নতুন ভোটারদের চোখে মুখে হাসি
বাঁ হাতের আঙুলে কালি লেগেছে বলে,
পছন্দমতো পার্টিকে ভোট দিতে পেরেছে বলে।
তবে তাদের দেখে মনে একটা প্রশ্ন জাগে —
তারা কোন পার্টিকে ভোট দিয়েছে?
সেই শাসক দলকে?
নাকি সেই দলকে, যে দল দুর্নীতিবিরোধী, সরকারবিরোধী?
যে দল চাকরি, পরিষেবার প্রতিশ্রুতি দেয়?
রাস্তাঘাটে, ইন্টারভিউতে
কিছু নবীন, প্রবীণ নাগরিকের মুখের ভাব দেখে, কথা শুনে
মনে হয়— হয় এরা পরিবর্তন দেখতে চায়,
নয় সেই এক পরিস্থিতি,
আর নয় এদের কোনো বোধ নেই কী হচ্ছে আজকাল
এবং কী করা উচিত রক্ষা পেতে।
নির্বাচন কমিশনের পোস্টারে বড় করে লেখা —
"আমার ভোট আমার শক্তি
ভোট দেব, দেশ গড়ব।"
কীরকম দেশ? স্বপ্নের দেশ?
ভোটাররা কি পারবে সেই পরিবর্তনশীল দেশ গড়তে?
সুফল মিলবে তো?
স্বপ্নের দেশ দেখা যাবে তো?
নাকি একই আগুন দেশের বুকে পুড়বে ভোটের পরও?
কিছু নেতাদের মুখে মাঝে মাঝে শোনা যায়
বাংলা কবিতার দুয়েক লাইন।
অথচ এরা জানে না —
পূর্বতন কবিরা দেখতে চাননি এই ভয়ঙ্কর রাজ্য ও দেশকে।
তারা দেখতে চেয়েছিলেন নতুন দেশ।
তারা চেয়েছিলেন তাদের স্বপ্ন সত্যি হোক।
সেই স্বপ্ন পূরণ করার সময় এসেছে।
প্রকৃত পরিবর্তনের সময় এসেছে।
নব জাগরণের, গণসংগ্রাম করার, গণশক্তি সঞ্চয় করার,
স্বপ্ন দেখার, ভবিষ্যতের দিকে তাকানোর সময় এসেছে।
এসেছে আন্দোলনের মতো, নতুনের সম্ভাবনা নিয়ে।
সেই সম্ভাবনা হোক পূরণ।
দেখা দিক পরিবর্তন — সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক।
দেখা দিক সাম্য, ভালবাসা, মান সম্মান।
দেখা দিক নতুন সূর্যোদয়, আর্তনাদহীন নির্মল সকাল।
অপেক্ষা শুধু সুফলের জন্য, স্বপ্ন পূরণের জন্য।
এই নির্বাচন যেভাবে চলার চলুক।
(০৭.০৫.২৪)
লোকসভা নির্বাচনের প্রাক্কালে