প্রিয় দেশনায়ক,
আপনি বলুন তো?
প্রকৃত স্বাধীনতা আমরা কিভাবে পাবো?
দেশ স্বাধীন হয়েছে,
কিন্তু দেশের মানুষ স্বাধীন হয়নি।
যুবসমাজ, সাধারণ মানুষ—
কেউই আজ স্বাধীন নয়।

নেতাদের স্বার্থপরতা, উস্কানি, ভণ্ডামি
দেশের ভবিষ্যৎ নষ্ট করেছে।

দিকে দিকে বিপ্লব-বিদ্রোহের লড়াইয়ে
ধর্ষণ, গণহত্যা, গণধোলাই শুধুই।
ইটবৃষ্টিতে, গুলির আঘাতে
রক্তস্রোত বয়ে যায়।

যুবসমাজের নিজেদের মতো করে বাঁচার অধিকার নেই।
ওদেরকে শুধু জোর করানো হয়
ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে।
তাতে ওদের স্বপ্ন ভেংগে চুরমার হয়ে যায়।

এদেশের গরীবরা আরো গরীব হয়,
আর ধনীরা আরো ধনী হয়।
দেশে পুঁজিবাদের দাপট বলতে গেলে।

খাবার, অন্ন, বস্ত্র, জল—
এ সবকিছুর চাহিদা খুব বেশি এদেশে।
সে চাহিদা এখনো মেটেনি।

এদেশের সরকারের অপকর্মের বিরুদ্ধে
কেউ কথা বললে, প্রতিবাদ করলে,
                    অথবা মিছিল করলে—
                              গুলি!!!!

এদেশের মানুষ মানুষকে বিচার করে
শুধু ধর্ম, জন্মস্থান, বাসস্থান আর রূপের দিক দিয়ে।
চরিত্রের দিক দিয়ে বিচার করে না।
এটাই কি মানুষের ভালোবাসা?

আপনি বলুন তো?
যে রক্ত দিয়ে আপনি দেশকে স্বাধীন করার কথা বলেছিলেন,
সে রক্ত ঝরে পড়লেও
তা দিয়ে দেশকে স্বাধীন করা যাচ্ছে না কেন?
আপনি বলেছিলেন,
"স্বাধীনতা অর্জন করতে হয় না,
ছিনিয়ে নিতে হয়।"
বলুন তো?
আমরা কি করে স্বাধীনতা ছিনিয়ে নেব,
যখন আমরা গুলি খেয়েই মরি?
কিভাবে দেশে পরিবর্তন আসবে?
কিভাবে মানুষ স্বাধীন হবে?
বলুন না?

প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকব,
যতদিন বাঁচবো।


(22.01.2023)