ঘটনা ১: (পুণে)
-------------
১৭ বছর ৮ মাসের এক নাবালক
ছিল এক পোর্শে গাড়ির চালক।
সে কিনা মদ খেয়েছিল পানশালায়
এই বয়সে! এইসব কি ওদের মানায়?
সেই মদের প্রভাবে
প্রকৃতিই জানত সে দুটো প্রাণ কেড়ে নেবে।
তার শাস্তি পাওয়ার কথা ছিল। না।
১৫ ঘন্টার জামিন পেয়েছে এই নির্লজ্জ বেহায়া।
না ছিল প্রবেশের অনুমতি, না ছিল লাইসেন্স।
কী করে যে হয় এটা— হারিয়ে যাবে কমন সেন্স।

ঘটনা ২: (সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড)
--------------------------
এ প্রজন্মের সব জায়গায় রিল বানানোর অভ্যেস।
ওরা বোঝে না— এর ফলে হতে পারে জীবন শেষ।
রিল বানিয়ে ভাইরাল হওয়ার নেশায় এক ছেলে
১৮ বছর বয়সে পড়ে গেছে মৃত্যুর কবলে
১০০ ফুট উপর থেকে পুকুর জলে ঝাঁপ দিয়ে।
ভয়ংকর ওই পুকুর জলে গেছে ওর জীবন হারিয়ে।
সাঁতার জানত না। তো তা জানি না আমিও।
হে পাগলা মন, সাবধানে থেকে যেও,
যোজন দূরে থাকো ওই সোশ্যাল মিডিয়া থেকে।
না হলে এগিয়ে চলার সোজা পথটা যাবে বেঁকে।

সিগারেট, মদ, রিলসের নেশা
নতুন প্রজন্মের পক্ষে সর্বনাশা।
সেই ফাঁদ থেকে যাচ্ছে না বেরোনো।
কুল হওয়ার ইচ্ছে যাচ্ছে না সরানো
মন থেকে। হয়
এই নেশা বাজেয়াপ্ত হোক, নয়
যোজন দূরে থেকেই যাই।
এ ছাড়া আর কোনো বিকল্প নাই।
বড় মাতাল, নেশাগ্রস্ত এই প্রজন্ম।
কী শিখবে পরবর্তী প্রজন্ম?


(২২/০৫/২৪)
রাজপুর, কলকাতা