(৯ই জুন মোদীর শপথগ্রহণের দিন উপলক্ষে)
মাননীয় মহোদয় শ্রী নরেন্দ্র মোদী,
আপনার দল চারশো পার করতে পারেনি,
সংখ্যাগরিষ্ঠতাও পায়নি,
তবু সারা দেশের দিক থেকে আপনার দল জয়ী।
জওহরলাল নেহরুর পর আপনি হতে চলেছেন
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী।
সেই দিন নিতে চলেছেন শপথ—
দেশসেবায়, জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার শপথ।
তবে, শুধু তাই নয়।
আপনাকে কথা রাখতে হবে—
আপনি ধর্ম নিয়ে রাজনীতি করা ছেড়ে দেবেন;
প্রতিবাদীদের আর অপমান করবেন না
তাদের অধিকার কেড়ে নিয়ে;
কৃষক, শ্রমিকদের সম্মান ও ন্যূনতম মজুরি দেবেন;
হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে ভালবাসছে, বিয়ে করছে—
এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না আপনারা হিন্দুরা;
হিন্দি সাম্রাজ্যবাদ, ragging, বেকারত্ব, নারীহত্যা,
সোশ্যাল মিডিয়া বন্ধ করবেন;
শৌচাগার সকলের জন্য ব্যবহারযোগ্য করে তুলবেন;
বহিরাগতদের এ রাজ্যে ঢুকতে দেবেন না;
হিন্দু রাষ্ট্র গড়ে তুলবেন না;
মানবশত্রুদের কঠোর শাস্তি দেবেন;
সরকারী স্কুল চলছে না, জনসংখ্যা বাড়ছে—
এই সমস্ত দিকে নজর রাখবেন এবং কিছু করবেন।
২০২১ সাল থেকে আপনাকে আমি সমর্থন করতাম,
আপনাকে খুব সম্মান করতাম, ভালবাসতাম।
কিন্তু ২০২৪-এ কী দেখছি?
আপনি হিন্দু ধর্ম নিয়ে মাতোয়ারা হয়ে আছেন,
অন্য সকল ধর্মকে সম্মান করছেন না;
কৃষক আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন না।
আর কত কী দেখেছি।
কয়েক বছর আগে আপনি বলেছিলেন—
"এই দেশ বদলাচ্ছে,
কিন্তু কিছু মানুষের মগজ বদলাচ্ছে না।"
কিন্তু আজ আপনারও কি মগজ বদলায়নি?
আপনি কি একেবারেই বদলে গেছেন?
স্বৈরাচারী রূপ ধারণ করেছেন?
তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পরও কি
এই এক রূপে আপনি বিরাজ করতে থাকবেন?
সেটাই কি হবে আপনার রাজধর্ম?
গণতন্ত্র আপনার কাছে এখন কিছুই নয়,
আপনাদের কারোর কাছেও নয়।
কিছু মানুষ এখন আপনার প্রতি আস্থা হারাচ্ছে,
বলছে— "বিজেপিকে ভোট দেওয়া যাচ্ছে না।"
Mr. Modi, do you care?
Are you out of your religion "democracy"?
তবে কেন এমনটা হচ্ছে? জবাব দিন।
সেই শপথগ্রহণের দিন আপনি শপথগ্রহণের পাঠ করবেন,
ন্যাশনাল টিভিতে তা দেখবে গোটা দেশ।
ভবিষ্যতে আপনাকে হীনমন্যতা ছেড়ে দিয়ে
দেশকে সঠিকভাবে উন্নত করার কাজে লেগে পড়তে হবে—
সেটাই আমার প্রধান দাবী।
নইলে আপনি আস্থা হারাবেন।
(০৫.০৬.২৪)