এই ছেলে, তোর বয়স কত রে? পনেরো?
তোর বড়রা কি কখনো বলেনি, "আগে পড়ো,
তারপর বাইক চালানো।
তুমি ছোট এখনো"?
তুই কি মানে বুঝিসনি এই গুরুত্বপূর্ণ কথার?
কে তোকে দিয়েছে বাইক চালানোর অধিকার?

পুণের ছেলেটা পোর্শে চালিয়ে কেড়েছিল দুটো প্রাণ।
তুই কি পেয়েছিস এই ঘটনা থেকে ইনস্পিরেশন?
তুই করেছিস এক যুবকের জীবনহানি।
কত মর্মান্তিক দুঃখের ব্যাপার তা জানি।
কিন্তু তুই জানতিস না বোধহয়, নাবালক। শালা!
তোর বাপ নিশ্চয়ই বলেছিল, "যা বেটা, বাইক চালা।"

তোর সেই বাপ এখন জেলে।
তোকেও সেখানে যেতে হত, ছেলে।
তোরও পাওয়া উচিত কঠোর শাস্তি,
বুঝবি তখন, কেমন হয় মস্তি।
বাইক চালানোর খুব ইচ্ছে এই বয়সে।
তুঝকো বাইক চালানা আতা হ্যায় ক্যায়সে?

কে শেখায় তোদের এইসব?
এখন তোদের বিরুদ্ধে হবে কলরব।
তোদের বাইক চালানো হচ্ছে, দাঁড়া!
বাঁকা হয়ে যাবে তোদের শিরদাঁড়া!


(২৩/০৫/২৪)
গৌড় এক্সপ্রেসের ভিতরে