কারোর কি বাঁচার ইচ্ছা থাকে না?
কারোর কি বাঁচার আশা থাকে না?
কিছু মানুষ বাঁচতে চায় না।
তারা মরতে চায়
অভিমানে,
কিংবা ভালবাসার জন্য।
তারা চায় —
সবাই যেন তাকে ভুলে যায়,
তবু যেন তাকে মনে পড়ে।
পৃথিবীর সবকিছু ছেড়ে
তারা চায় —
মৃত্যুর সাথে তিনপাত্তি খেলে
বাকি জীবনটা কাটাতে।
আবার, কেউ কেউ আছে,
যারা মৃত্যুর শত্রু।
তারা চায় না —
যেন মৃত্যু তাকে স্পর্শ করে।
বলে যায় —
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানুষের মাঝে আমি বাঁচিবারে চাহি।"
তারা তবু মরে যায়।
সবকিছু ছেড়ে দিয়ে
মৃত্যুর সাথে তিনপাত্তি খেলে
বাকি জীবনটা কাটায়।
মৃত্যু যে কত প্রভাবশালী,
কত যে শক্তিশালী —
এসব দেখেই বোঝা যায়।
মৃত্যুর সাথে তিনপাত্তি খেলায়
"হয়তো" শেষে মৃত্যুরই জয় হয়।
তাই যদি হয়,---
তা হলে মানুষ চিরতরে পরাজিত মৃত্যুর কাছে।
(৩০.০৩.২৩)