মৃত্যু ---
সে এক জটিল সমস্যা
আর সবথেকে বড় ভয়।
মৃত্যু যুগে যুগে দরজায় কড়া নাড়ছে,
কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ,
বাড়াচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ---
হার্ট অ্যাটাক, অ্যাক্সিডেন্ট, সুইসাইড,
আর কত কি!
মৃত্যুর এই ঘন অন্ধকারে
একের পর এক চেনা মানুষ চলে যাচ্ছে
না ফেরার দেশে।
তাদের এক এক জনের মৃত্যুতে যেন
হচ্ছি আমরা সর্বহারা।
এই মৃত্যু যেন
পুরো জগৎটাই খারাপ করে দেবে,---
পৃথিবী হয়ে উঠবে
সর্বনাশা পৃথিবী, সর্বহারা পৃথিবী, অন্ধকার পৃথিবী।
এক্ষুনি চাই ধ্বংস এই অন্ধকার মৃত্যুর,
চাই শুধু নতুন আনন্দের আগমন।
নতুন শান্তিতে জেগে উঠুক পৃথিবী।
মৃত্যু আবর্জনার কখনোই যেন না থাকে স্তূপ।
(০৩.০৯.২০২১)