বরষার দিনে তুমি নাচো রে ময়ুর ভাই।
নাচো ভাই পেখম মেলে, আমি গান গাই।

বরষার দিনে যখন তুমি নাচো প্রাণ খুলে,
তখন মোর মনও যেন নাচে সবকিছু ভুলে।

তুমিই আমার আনন্দ এই বাদলা বেলায়।
আমি তোমার ভক্ত,--- মাতি নাচের খেলায়।

তোমার নাচ দেখে শুধু আমি নয়,
মেতে ওঠে সমগ্র জঙ্গলের পাখি।
তোমার নাচ আর পেখম দেখে মনে হয়,---
দুদিকে মন নাচছে, জ্বলজ্বল করছে আঁখি।

তুমি সত্যিই মোর গর্ব, তুমি মোর প্রাণ।
তোমায় এইজন্য উৎসর্গ করলাম এই গান।

এভাবেই তুমি সারাজীবন প্রাণ খুলে নাচো।
তোমার নাচের ভক্ত আমি ছিলাম, আছি আজো।


(০২.০৬.২০২১)