পর্ব ১
তুমি ভালবাসার কাঙাল,
তুমি সুন্দরের পূজারী।
তুমি ভালবাসার জন্য প্রাণ দিতে পারো।
কিন্তু এই তথাকথিত সমাজে
"ভাল"বাসার অস্তিত্ব নেই।
সকলেই পিঠে ছুরি বসাচ্ছে।
সকলেই ভাবছে—
"একে আমার ভাল্লাগে না", "ওকে আমার ভাল্লাগে না",
"একে মেরে ফেললেই আমার শান্তি"।
ভালবাসা হারিয়ে গেছে।
মনের মানুষ, তুমি সবই তো দেখছো প্রত্যক্ষদর্শী হয়ে।
তুমি তো পারো
হারিয়ে যাওয়া ভালবাসাকে ফিরিয়ে আনতে।
তবু— সেই চেষ্টা ব্যর্থ,
কিন্তু তুমি নও।
তুমি পারো, তুমি পারবে
হারিয়ে যাওয়া ভালবাসাকে ফিরিয়ে আনতে।
জয় হবে ভালোবাসারই।
(২৪.০৬.২৩)
****************
পর্ব ২
কত মনের মানুষদের দেখি আমরা,
তাদের কাছ থেকে শিখি —
ভালবাসা কাকে বলে?
তারা ভালবাসে,
ভালবাসতে জানে,
ভালবাসতে শেখায়।
অথচ
তারা একে একে হারিয়ে যাচ্ছে—
ভালবাসা হারিয়ে গেছে ক্রমশ।
ভালবাসার মৃত্যু মানে
মনের মানুষটির মৃত্যু।
পৃথিবী এখন মনের মানুষদের বাসযোগ্য নয়—
ঘৃণা, ঈর্ষা, প্রেমহীনতা বিগড়ে দিচ্ছে মানুষকে।
মনের মানুষরা তো পারে
হারিয়ে যাওয়া ভালবাসাকে ফিরিয়ে আনতে।
কিন্তু হায়— তা সত্ত্বেও কিছু হয় না।
তবু—
"কবিতা লেখা চলে, বহে প্রেমের ধারা"।
(২৫.০৬.২৩)