(এটি আমার স্বরচিত "মনের কথা" কবিতার দ্বিতীয় পর্ব। মোট ৩টি পর্ব রচিত হয়েছে। তবে এই দ্বিতীয় পর্বটিতে শুধু আমার নয়, আমাদের সকল ছাত্রদের মনের কথা বলা হয়েছে। বাকি দুটি পর্বে আমার ব্যক্তিগত মনের কথা রচিত হয়েছে। ব্যক্তিগত কিছু জিনিস প্রকাশ করা উচিত নয়, তাই আপাতত ওই দুটি পর্ব অপ্রকাশিত হয়ে থাকুক)
জীবন মোদের এখন নষ্ট —
শুধু কষ্ট, ভারী কষ্ট।
সত্যি বলতে, নেই সুখ।
মনে শুধু দুখ আর দুখ।
ওরা আমাদের আনন্দ করতে দেয় না।
আমরা আনন্দে বাঁচি, ওরা চায় না।
ওরা চায় আমাদের বানাতে ক্রীতদাস।
তাই মোদের ভাগ্যের বড় পরিহাস।
অগ্নিপরীক্ষা আসতে দেরি কত।
তারই মাঝখানে প্রোজেক্ট শত শত।
বড়রা বলছেন, "কত পড়া বাকি!"
আরে, পড়াশোনা কি ছেলেখেলা নাকি?
প্রোজেক্ট করলেই কি পড়াশোনা হয়?
পড়ার জন্য একটু সময় দিতে হয়।
সময় দিতে হয় আনন্দে বাঁচার,
এক মুহূর্তের জন্য গান গাওয়ার।
ওরা কি বুঝবে মোদের মনের কথা?
তবে কার কাছে কইবো সে কথা?
মাগো, তুমি শোনো এবার।
কেন আমাদেরই খেতে হয় মার?
কেন আমাদের করতে হয় আত্মহত্যা?
কলুষিত হয়ে যাচ্ছে এই দেহাত্মা।
মাগো, কবে আসবে সে দিন,
যেদিন সবাই একসাথে হব স্বাধীন?
কবে আসবে আনন্দের মুহূর্ত?
যেন বলতে না হয়, "ধূর্ত!"
মাগো, হে শান্তিরূপেণ,
তুমি একটু শান্তি দাও যেন।
অন্তত একটা মুহূর্ত থাক,
সে মুহূর্ত আনন্দে কাটা যাক।
একটা মুহূর্ত, হাসা যাক।
একটা মুহূর্ত, ভালবাসা যাক।
(১৬/১০/২৩)
মালদা