মাঝে মাঝে ভাবি ---
মধ্যবিত্ত হয়ে থাকাই ভালো।
বিপুল সম্পত্তি না থাকাই ভালো।

যারা বড় মানুষ,
কিংবা মধ্যবিত্ত হলেও আমীর,
তারা সব দিক দিয়ে লোভী।
সুখ নেই তাদের জীবনে।
টাকা ছাড়া কিছুই তাদের প্রাপ্য নয়।
মানুষের মনে অহংকার তৈরি করে কেবল টাকা।
টাকা তাদের কাছে অনেক বড় পাওনা।
তারা সুখী নয়, লোভী।

যাদের কাছে টাকা নেই,
যারা গরীব,
তাদেরই জীবনে সুখ আছে।
টাকা তাদের মনে লোভ বানাতে পারে না।
টাকা না থাকার দুঃখ থাকলেও
লোভহীন জীবনযাপন করাতে তাদের অনেক সুখ।
গরীবরাই সুখী, হাসিখুশি থাকে।

আমরা মধ্যবিত্ত মানুষও তো চাই
জীবনে সুখ-শান্তি পেতে।
বিপুল টাকা খরচ করার খবর শুনে
মাথায় আগুন জ্বলে যায়।
আমরা চাই না
বড় বড় মানুষের মতো লোভী হতে।
আমরা লোভহীন হয়ে থাকতে চাই গরীবদের মতো,
সুখী হয়ে থাকতে চাই গরীবদের মতো।
কিন্তু আমরা এত আমীর বা গরীব হতে চাই না।
আমরা মধ্যবিত্ত --- এটাই ঠিক আছে।
মধ্যবিত্ত হয়েই থাকতে চাই।
মধ্যবিত্ত হওয়াতেও সুখ আছে গরীবদের মতো।
মধ্যবিত্ত হওয়াই বোধহয় ভালো।


(১০.০৩.২৩)