পুণে, মুম্বাই, আর আজ নাগপুর —
পরপর তিনবার মদ খেয়ে গাড়ি চালিয়ে
দুর্ঘটনা ঘটানো, মানুষের জীবনহানি করা।
১৭ আর ১৫ বছর বয়সের ছেলেরা এ কাজ করেছিল আগে।
আজ ২০ বছর বয়সের কাছাকাছি যুবকরাও উঠে পড়ে লেগেছে।
পুণেতে মারা গিয়েছিল দুই যুবক,
মুম্বাইতে একজন,
নাগপুরে সাতজন পথচারী ও এক তিন মাসের শিশু!
মহারাষ্ট্রে বুঝি মদের খুব ব্যবসা হয় কলকাতার থেকে।
সে রাজ্যে বুঝি মদের দোকানে অত্যন্ত ভিড় হয়
কলকাতার থেকে।
সেখানে কি "Don't drink and drive"-এর প্রচার হয় না?
তবে কেন যুবক, নাবালকরা দুর্ঘটনা ঘটিয়েছে?
কেন মদ খেয়ে গাড়ি চালিয়েছে?
কেন নিরীহ যুবকদের, শিশুটির, পথচারীদের প্রাণ গেছে?
যুবকগণ, আর কত মদ খাবে? আর কত গাঁজা খাবে?
আর কত মদের বোতল কিনবে?
আর কত মদের পেগ চালাবে?
সরকার কেন মদ, গাঁজা নিষিদ্ধ করতে পারে না?
কারোর কাছে কি বাঁচার মূল্য নেই?
কেউ কি বাঁচতে চায় না?
আর কত মদ খেয়ে গাড়ি চালানো হবে?
হে মহারাষ্ট্রের মানুষরা, এগিয়ে এসো,
ভেঙে দাও পড়ে থাকা যত মদের বোতল,
সরকারের কাছে চিঠি লেখো:
"মদ খেয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে!
নিরীহ জীবনগুলোকে বাঁচাতে হবে!
প্রভাবিত হতে দেওয়া যাবে না!
দুর্ঘটনার ছায়া পড়তে দেওয়া যাবে না!"
চুপ করে, চোখ মেলে দেখো না, মহারাষ্ট্রের মানুষ!
রুখে দাঁড়াও! কলরব হোক! যুদ্ধ হোক—
এই লোকসভা নির্বাচনের চেয়ে অন্যরকম এক যুদ্ধ।
সে যুদ্ধে "সত্যমেব জয়তে" হোক।
(২৫/০৫/২৪)