মানুষ মনে করে—
ভগবান সবার মাঝে বিরাজ করেন।
সত্যি? তাহলে
যারা অসৎ, যুদ্ধবাজ, লোভী,
তাদের মধ্যেও কি ভগবান থাকেন?

ভগবান বলে কেউ কারোর মধ্যে থাকেন না—
না ছাত্রদের, না অভিভাবকদের,
না নেতাদের, না দালালদের।
"ঈশ্বর নামে কোনো বড়বাবু এ বিশ্বসংসার চালাচ্ছেন না.."
বিশ্ব চালাচ্ছে তো কেবল দানবের দল।
দানবরাই অপ্রেমের ধারা বইয়ে দেয়,
রক্তে ভাসিয়ে দেয় পৃথিবীকে।

মানুষের মাঝে ভগবান আর বিরাজ করেন না।
মানুষের মাঝে এখন দানব, অসুরদের দল।


(২৭.০৭.২৩)
কলকাতা