ছেলেরা মেয়েদের পিছনে লেগে থাকে
তাঁদের সৌন্দর্যের জন্য।
যেই না মেয়েদের মুখ দেখে,
অমনিই ছেলেরা হয়ে ওঠে "ফিদা"।
কখনো নিজেদের কথা ভাবে না,
নিজেদের নিয়ে পড়ে থাকে না
মেয়েদের ছাড়া।
তাদের জীবনে মেয়েরাই বুঝি সবচেয়ে গুরুত্বপূর্ণ
দেখতে সুন্দর বলে।

কিছু কিছু ধার্মিক মানুষ
মেয়েদের খারাপ চোখে দেখে।
তারা চায় না তাঁদের জন্ম,
কেবল ছেলেদের জন্ম চায়।
তাদের কাছে, মেয়েরা দুর্গ্রহ।
ছেলেরাই বুঝি সমাজের পক্ষে ভালো।
কিন্তু ছেলেরা যে মেয়েদের সাথে ঝগড়া করতে পারে,
তাদের মেরে ফেলার হুমকি দিতে পারে —
কেউ সেটা ভাবে না।
সবাই রূপকথায় বিভোর, মাতাল।

সবাই ভাবে —
মেয়েরা বেপরোয়া,
মেয়েরা বেহায়া,
তাঁদের কোনো অধিকার নেই এ সমাজে।
সত্যিই মনে হচ্ছে নেই।
এ সমাজ মেয়েদের কিছুই দিতে পারে না —
             তাঁদের ভালবাসার অধিকার,
      পছন্দমত কাপড় পরার অধিকার,
                  প্রতিবাদ করার অধিকার —
কিছুই তাঁদের নেই।
সেইসব অধিকার কেড়ে নেয় সমাজের মানুষ।
        ধর্মের নামে,
     জাতের নামে,
ভালবাসার নামে
তাঁদের ওপর হামলা,
তাঁদের মেরে ফেলা,
গালাগাল দেওয়া ---
সমাজের পক্ষে লজ্জা।
তবু তাঁরা এইসব অত্যাচারের সাক্ষী হয়।

মানুষ,
তোমাদের যদি মনে হয় যে
মেয়েরা সমাজের পক্ষে খারাপ,
তাহলে
যে মেয়েরা দেশের জন্য,
সমাজের জন্য লড়াই করে গেছে,
      অধিকারের দাবি করে গেছে,
                         কথা বলে গেছে,
তাঁরা কি ভালো নয়?
তাঁরা কি দেশের জন্য খারাপ?
আজকের মেয়েরা কি কিছুই পারে না?
তাঁরাও তো মানুষ।
তাঁরাও তো কিছু করতে পারে।
তাঁদের অধিকার আছে বাঁচার।
তাঁদের বাঁচতে দাও,
    ভালবাসতে দাও,
              মুক্তি দাও।
শুধু নারী কেন?
মানবিক পৃথিবীতে সকলের সমানাধিকার আছে।
এই পৃথিবী সবার।

যতদিন মানুষ থাকবে,
তাদের ওপর অত্যাচার হবে,
প্রতিবাদ করাই হবে মোদের সম্বল।


(07.03.2023)