নীল গগনে দেখা দিস তুই।
প্রত্যেক কালে দেখি তোকে।
প্রকৃতির তুই গর্বের গর্ব।
তোকে যখন চোখে দেখি,
কী আকার ধারণ করিস তুই!
কী চকচকে সাদা রং তোর!
তোর এই খেলা দেখে মনে হয়---
একদিন স্বপ্নে আমি
তোর সঙ্গে একটু খেলব,
লাফব তোর বুকে,
তোর বুকে একটু ঘুমোব,
আনন্দে নিঃশ্বাস নেব,
আর আনন্দে মেতে উঠব।
একদিন যেন আমার এই স্বপ্ন
তোর জন্যে পূরণ হয়।
তুই বারবার তোর খেলা খেলিস।
(১৯শে জুলাই ২০২১)