শ্রমিকরা মোদের গর্ব,
তারা মোদের প্রিয় বন্ধু।
তাদের ছাড়া কখনো হবে না দেশোদ্ধার।
কৃষি মোদের ভিত্তি, শিল্প মোদের ভবিষ্যৎ।
স্বাধীন দেশে নেই এখন প্রকৃত স্বাধীনতা।
তারা এত পরিশ্রম করে,
এত কাজ করে,
তবুতো তাদের পেটে থাকে না দুটো ভাত,
থাকে না কাজের বেতন।
মানুষ খেতে পায় না কিছু।
নেই আজ তাদের ন্যায্য অধিকার।
এই বিভেদের রাজনীতি আর নয়।
এই মে দিন শুধু মজদুরদের নয়,
এই দিন তোমার আমার সবার।
এসো সবাই, করি প্রতিজ্ঞা—
রক্ষা করব মেহনতী মানুষের ন্যায্য অধিকার।
রক্ষা করব এই দেশের ভবিষ্যৎ।
"দুনিয়ার মজদুর এক হও!
শৃঙ্খল ছাড়া তোমাদের হারাবার কিছু নেই!!!"
—কমরেড কার্ল মার্ক্স
(৩০.০৪.২০২২)
কলকাতা