(আসন্ন দুর্গাপুজোয় আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি: "তিলোত্তমা বিচার পাক, তোমার কন্যাসন্তানরা নির্ভয়ে বাঁচুক।")

সবার মাঝে মা দুর্গা।
তিনি আমাদের জন্মদায়িনী।
তিনি স্বর্গাদপি গরীয়সী।
তিনি হলেন ভুবনমোহিনী।

এই পৃথিবীতে রৌদ্র, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা—
সবই তো মায়ের ইচ্ছেতে হয়।
আমরা কেউই সেটা বুঝি না।
আমরা অবহেলা করি।

তিনি হলেন মা,
আমরা হলাম তাঁর সন্তান—
তিনি আমাদের কথা ভাবেন,
আমাদের মনের কথা শোনেন আর বোঝেন,
আমাদের ইচ্ছা আর আশা পূরণ করেন।

তিনি ত্রিনয়নী, তিনি রুদ্রাণী।
তিনি সর্বজয়া, সর্বজনীন মা।
তিনি তো মোদের সবার মা।
আমরা তাঁর পূজা করি।
আমরা তাঁকে সম্মান করি।

এসো, সবাই মাতৃবন্দনায় মিলিত হই,
করজোড়ে প্রার্থনা জানাই—
সবাইকে রক্ষা করো।
সবাই ভালো থাকুক।
সবার মন থেকে চলে যাক
ঘৃণা, গ্লানি, মিথ্যা ভালোবাসা।
সবাই একে অপরকে ভালবাসুক।
নেমে আসুক শান্তি,
নেমে আসুক আনন্দ......


(মহালয়া ২০২২)
২৫শে সেপ্টেম্বর