"গাহি সাম্যের গান —
মানুষের চেয়ে বড় কিছু নাই,
নহে কিছু মহীয়ান।"---
বলেছিলেন কবি নজরুল।
মানুষের চেয়ে বড় আর কে হতে পারে বলো?
হিন্দু— মুসলিম— শিখ— খ্রীষ্টান—
আমরা কিচ্ছু নই।
আমরা শুধুই মানুষ — "দেশের" মানুষ।
ধর্মেই মানুষ হয় না,
কর্মে ও চরিত্রে মানুষ হয়।
তবুও মানুষ অভিমানী।
মানুষ খারাপ জীব।—
ধর্মের নামে, দেশের নামে
মানুষ যা ইচ্ছে তাই করে —
একে অপরকে শত্রু ভাবে,
একে অপরকে খুন করে,
দিকে দিকে বিভেদ বিবাদে —
সাম্প্রদায়িকতার বিষ ছড়ায়।—
অনেক অনেক যায় প্রাণ।
অনেক অনেক ঝরে রক্ত।
ঔদ্ধত্য— অহংকার তারা কিছুতেই ছাড়ে না।
তাই পৃথিবী এখন নরকভূমি ও অভিশপ্ত।
হারিয়ে যাওয়া আনন্দেরা আত্মহত্যা করে,
প্রাণেরা বিসর্জন দেয়।
আর ফিরে আসে না।
তাই শোনো মানবগণ —
ছেড়ে দাও যত অহংকার।
শান্তি বজায় রাখো শুধুই।
বুঝলে?— শান্তি।
পৃথিবীকে করে তোলো স্বর্গভূমি।
প্রাণ যাওয়া বন্ধ হোক।
বন্ধ হোক রক্ত ঝরা।
মানুষ করুক মানুষের জয়গান।
সাক্ষী থাকুক ভূস্বর্গ পৃথিবী।।
(০৯.১২.২০২১)