কবি, গুরু, নেতা, যোদ্ধা, পিতা-মাতা ও সকলে
দিয়েছ মোদের আশীর্বাদ পরাণ ভরে
মানুষের মতো মানুষ হওয়ার, ছড়িয়ে পড়বে নাম
মোদের সারা বিশ্বে,--- তাই “লহ প্রণাম”।
ভগবান, তোমার কৃপায় একদিন হব মোরা মানুষ,
তোমার বাণীতে সকলেরে করিব মোরা দান।
ভবিষ্যতে চলি মোরা যেন ভালো হয়ে,
অপরাজিত হই প্রতি যুদ্ধে,--- তাই “লহ প্রণাম”।
অন্ধজনে যেন দেহি আলো, সূর্যের মতো আলো,
দূর করে দিই যত নষ্টের গোড়া যত কালো।
জল হয়ে গাছেদের যেন দিই মোরা জীবন,---
তা না হলে তারাও করবে বাস্তবে সর্বহরণ।
কবি হয়ে লিখি সবার জন্য অনেক কবিতা,
গুরু হয়ে দিই মঞ্চে দাঁড়িয়ে জীবনের বক্তৃতা,
শিশু হয়ে দুঃখীদের করি টাকার ও বস্ত্রের দান;---
পিতা-মাতা মোদের সবার তাই “লহ প্রণাম”।
(10th November 2020)